পল্লী নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরের রামগঞ্জে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ রনি পাটোয়ারী (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারী) দুপুরে আদালতের মাধ্যমে ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলার ১০ নং ইউনিয়ন এর দল্টা পূর্ব পাশের জাফরনগর ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে রনি পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রনি রামগঞ্জ উপজেলার দল্টা গ্রামের মৃত সেকান্তর পাটোয়ারীর ছেলে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোঃ আব্দুল কাদের ও এএসআই জামাল উদ্দিনের নেতৃত্বে ১০ নং ইউনিয়ন এর দল্টা পূব পাশে জাফরনগর মুখী যাওায় ব্রীজের উপর থেকে রনি পাটোয়ারী কে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবত এলাকায় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করিয়া আসিতেছে। সে এলাকায় মাদক ক্রয় বিক্রয় করিয়া এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করতো বলে অভিযোগ রয়েছে । তাকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।