আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাইর উপর হামলা ও সিইসির পদত্যাগের দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাকর্মীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬জুন জুমার নামাজের পর সোনাপুর বড় মসজিদের সামনে থেকে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সোনাপুর থেকে শুরু হয়ে রামগঞ্জ পৌরসভা বাইপাস সড়ক প্রদক্ষিন করে রামগঞ্জ চৌরাস্তা পুলিশ বক্সের সামনে এসে এক বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ শাখার সভাপতি মাওঃ মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা শাখার সেক্রেটারী মোঃ আবদুর রহিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুব আন্দোলনের সদস্য মোহাম্মদ মামুনুর রশিদ। এসময় আরো বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা ইসলামী আন্দোলনের প্রচার ও দাওয়া মাওঃ মাহমুদুল হাসান,জেলা ছাত্র আন্দোলনের সভাপতিমোঃ হাবিবুর রহমান, রামগঞ্জ উপজেলা সভাপতি মানজুরুল ইসলাম প্রমূখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আন্দোলনের মাধ্যমে যে কোন মুল্যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সুষ্ঠ নির্বাচন করতে বাধ্য করা হবে। এছাড়া নির্বাচন কমিশনকে সরিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে বলে নেতাকর্মীরা হুসিয়ারী উচ্চারন করেন।