রামগঞ্জ :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মেহেনারা পারভিন পান্নার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ নবাগত চেয়ারম্যান মাহেনারা পারভিন পান্নাকে শপথ বাক্য পাঠ করান।
এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আকম রুহুল আমিন, রামগঞ্জ পৌরসভা মেয়র আবুল খায়ের পাটোয়ারী, স্থানীয় এমপি প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, লামচর ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আমির হোসেন, লামচর ইউপি যুবলীগের সভাপতি মোঃ সোহাগ, রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আমিন বাবু প্রমূখ।