আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
ঈদুল আযহার ঈদযাত্রায় ঢাকা ফেরত যাত্রীদের বিবিন্ন অযুহাতের দোহাই দিয়ে আল আরাফা ও হিমালয় এবং আলবারাকা রামগঞ্জ-ঢাকা ভায়া চাটখিল, ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় অভিযোগ উঠেছে। এরই ধারাবাহিকতায় আল আরাফা পরিবহনের কাউন্টার ম্যানেজার শাহাদাতকে ১০হাজার টাকা জরিমানা করেছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট (কমিশনার ভূমি) ভ্রাম্যমাণ আদালত মনিরা খাতুন। এর আগেও একই অভিযোগে আল আরাফা পরিবহনকে বেশ কয়েকবারা জরিমানা করা হয়েছিল। রবিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে চাটখিল উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল, ঈদযাত্রার দোহাই দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। অভিযোগের সত্যতা পেয়ে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৮০ ধারায় আল আরাফা কাউন্টার ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযানের সময় যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছিল তাদের ওই টাকা ফেরত দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এদিকে হিমালয় ও আলবারাকা পরিবহন পরিবহনের বিরুদ্ধে যাত্রী প্রতি ৬০০চাকা টিকিট বিক্রির অভিযোগ রয়েছে, তারাও অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি অতিরিক্ত যাত্রীও পরিবহন করছে।