আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার (৯ডিসেম্বর) মানববন্ধন, র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে রামগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
রামগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত যুগ্ন সচিব বীরমুক্তিযোদ্ধা কাজী আলী হোসেনের সভাপতিত্বে সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলনসহ পেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়েছে।
পরে মানববন্ধন ও র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এম এ রহিম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন, অবসরপ্রাপ্ত যুগ্ন-সচিব এনামুল হক, রামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ দিদারুল ইসলাম, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আনোয়ার হোসেন শিপন, রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আবু তাহের, সাংবাদিক ওমর ফারুক পাটোয়ারী প্রমূখ।