রামগঞ্জে আনারস প্রার্থী ইমতিয়াজের উঠান বৈঠক

শেয়ার

সোলাইমান ইসলাম নিশান:

লক্ষ্মীপুর রামগঞ্জে আনারস প্রার্থী মোঃ ইমতিয়াজ আরাফাতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই উঠান বৈঠক জনসভায় রূপ নিয়েছে।

শনিবার (১১ মে) বিকেল ৪ টায় কলচরা প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সর্বস্তরের জনগণ রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিভিন্ন স্লোগান দেই এবং পুষ্পার্ঘ্য দিয়ে বরণ করে নেই।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মোঃ শাহজাহান।
পূর্ব নির্ধারিত উঠান বৈঠকটিতে কলচরা এলাকার বিভিন্ন স্থান থেকে প্রায় ৫ হাজার লোক এসে উপস্থিত হয়। বৈঠক স্থলে জায়গা সংকুলন না হওয়ায় অনেকে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ, দল মত নির্বিশেষে সর্বসাধারণ উপস্থিত ছিলেন। এই সময়ে তারা ইমতিয়াজকে নির্বাচনে জয়ী করে বিজয়ের মালা পরানোর অঙ্গীকার করেন।

উঠান বৈঠকে রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বলেন, সর্বস্তরের জনগণ আমাকে যেইভাবে সমর্থন করছে, ইনশাল্লাহ আমি ২১ মে নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করবো। আপনারা আজকে যেমন সবাই একত্রিত হয়েছেন আসা করি আগামী ২১ মে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। কলচরার বিভিন্ন রাস্তা-ঘাট অনুন্নত রয়ে গেছে,আমাকে যদি আল্লাহ কামিয়াবি করে আমি সব রাস্তা করে দেওয়ার চেষ্টা করবো।

তিনি আরো বলেন, আমি আওয়ামীলীগ পরিবারের সন্তান আমার বাবা একজন মুক্তিযোদ্বা। আপনারা তাকে সবাই চিনেন তিনি জেলা জেলা পরিষদের চেয়ারম্যান। আমি তার মেজো ছেলে। আল্লাহর রহমতে আমাদের কোন কিছু কমতি নাই। আমি আপনাদের জন্য কাজ করতে এসেছি। আমার কোন পিছু টান নাই। আপনারা আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের সেবক হয়ে থাকবো। বিভিন্ন বরাদ্দ গুলো এনে এই অঞ্চলে উন্নয়ন মূলক কাজ করে যাবো।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.