রামগঞ্জে আদালতের নির্দেশনা অমান্য করে ভবন নির্মান, ভূক্তভোগীদের মানববন্ধন

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে আদালতের নির্দেশনা উপক্ষো করে ব্যবসায়ী আনার উল্যাগংদের জমিতে ভবন নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে ভূমিদস্যু নুর হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় আনার উল্যা রোববার (২৩ জুলাই) রবিবার দুপুরে উপজেলার ভাদুর ইউনিয়নের সমেষপুর গ্রামে স্থানীয় ভূক্তভূগীরা মানববন্ধন করেন।

আইন অমান্যকারী নুর হোসেনের পক্ষ নিয়ে ভাদুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবদুল কাদের ভূক্তভূগী আনার উল্যাকে মারধরসহ বিভিন্ন ধরণের হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। ভূক্তভোগী আনার উল্যা সমেষপুর গ্রামের আহমদ উল্যা শেখের বাড়ির মৃত আবদুল ছমদের ছেলে। অভিযুক্ত নুর হোসেন একই বাড়ির আবদুল হকের ছেলে।


আনার উল্যা মানববন্ধনে বলেন, চাচাতো ভাই আবদুল হকদের সঙ্গে ৪৪ শতাংশ জমি নিয়ে আমাদের বিরোধ রয়েছে। এনিয়ে আদালতে মামলা চলমান। এরমধ্যেই আবদুল হকের ছেলে আমাদের জমিতে জোরপূর্বক ভবন নির্মাণ কাজ শুরু করে। এনিয়ে গত ১২ জুন আমার ভাই মোহাম্মদ উল্যা বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আমলি আদালতে একটি মামলা দায়ের করা হয়। এতে আদালত কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেন। গত ১৭ জুলাই আদালতে শুনানি ছিল। তখন আদালত কোন নির্দেশনা দেননি। দুই মাস পর আবার শুনানির তারিখ দিয়েছে আদালত। কিন্তু এর মাধ্যেই আবদুল হকের ছেলে নুর হোসেন জোরপূর্বক ইউপি সদস্য কাদের মেম্বারের সেল্টার নিয়ে কোর্টের নির্দেশ অমান্য করে জোরপূর্বক ভবনের নির্মাণ কাজ শুরু করেন।
নুর হোসেন বলেন, আমাদের জমিতে আমরা ভবন নির্মাণ করছি। এ পর্যন্ত ১০-১২ বার আমাদের বিরুদ্ধে আনার উল্যা মামলা করেছে। ১৪৪ ধারা মামলা করে কাজ বন্ধ করে দিয়েছে। পরে আদালত তা খারিজ করে আমাদের কাজ করার অনুমতি দিয়েছে। শনিবার (২২ জুলাই) পুলিশ দিয়ে আমাদের র্নিমান কাজ বন্ধ করতে চেয়েছিল। কাজের কাজ কিছুই হয়নি। কারন পুলিশও এখন আমাদের পক্ষে।

ভাদুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কাদের বলেন, নুর হোসেন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামী লীগ করি। তাকে আমি কোন সহযোগীতা করি না। আনার উল্যাকেও কোন হুমকি দিইনি। আমার বিরুদ্ধে আনার উল্যা মিথ্যা অভিযোগ তুলেছে।

রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ কাউছার উজ্জামান বলেন, আনার উল্যা নির্মাণ কাজ বন্ধ করতে ১৪৪ ধারা মামলা করেছে। সে অনুযায়ী পুলিশ ঘটনাস্থল গিয়ে কাজ বন্ধ রাখার জন্য বলেছে। কিন্তু তারা যদি আমাদের কথা না শুনে তাহলে পুলিশের কিছু করার নাই।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.