রামগঞ্জে অস্ত্র মামলায় কালু মানিকের ১৪ বছরের কারাদন্ড

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্র মামলায় মানিক মিয়া ওরফে কালু মানিক (৪৬) নামে এক ব্যক্তির ১৪ বছরের সশ্রম কারাদন্ডের রায় দিয়েছেন আদালত। সোমবাব (১০ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিল না। জামিনে বেরিয়ে সে পলাতক রয়েছে। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মানিক জেলার রামগঞ্জ উপজেলার উত্তর ফতেহপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় অন্তত আরও ৮ টি মামলা রয়েছে।
আদালত ও মামলার এজাহার সূত্র জানায়, রামগঞ্জ থানা পুলিশ অন্য একটি মামলায় গ্রেপ্তারকৃত আসামী মানিক মিয়াকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদে তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে। ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে পুলিশ তাকে নিয়ে তার গ্রামের বাড়ি চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের তার বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়িতে থাকা একটি বস্তার ভেতর থেকে একটি দেশীয় তৈরী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় রামগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ দেলোয়ার হোসেন বাদি হয়ে থানায় অস্ত্র আইনে মানিক মিয়ার বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন।
অস্ত্র মামলাটি তদন্ত করে ২০২২ সালের ২৩ মার্চ আদালতে প্রতিবেদন দেন রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম। এতে আসামী মানিক মিয়াকে অভিযুক্ত করা হয়। আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তার বিরুদ্ধে ১৪ বছরের কারাদন্ডের রায় প্রদান করেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.