রামগঞ্জ:
লক্ষ্মীপুরের রামগঞ্জ অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে নূর আলম নামের এক মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবু ইউসুফ অভিযান চালিয়ে ওই অসাধু ব্যবসায়ীকে আটক করে ৫হাজার টাকা জরিমানা করেছে।
শনিবার সকালে উপজেলার পৌর শহরের কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানাযায়, রামগঞ্জ পৌর স্যানেটারী কর্মকর্তা মোঃ আলমগীর কবির গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবু ইউসুফকে সাথে নিয়ে কাঁচা বাজারে অভিযান চালিয়ে অসুস্থ গরুর মাংস সহ নূর আলমকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৫হাজার টাকা জরিমানা করেন।
মাংস ব্যাবসায়ী নূর আলম জানান, আমি দরবেশপুরের সিরাজের একটি গরু অসুস্থ হয়ে গেলে গভীর রাতে জবাই করে দেয়। পরে আমার কাছে ওই গরু ৫৬ হাজার বিক্রি করে দেয় এবং সেটি বিক্রির জন্য বাজারে নিয়ে আসি।
পৌর স্যানেটারী কর্মকর্তা মোঃ আলমগীর কবির জানান, পৌরসভাসহ উপজেলাব্যাপী কোন কসাই বা মাংস ব্যবসায়ীরা সরকারী নিয়মনীতির কোন তোয়াক্কা করছে না। এজন্য প্রতিদিনই ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রাখা হবে।