রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জের ৭নং দরবশেপুর ইউনিয়নের মাঝিরগাঁও একেএম ইউনাইটেড একাডেমীতে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। (আজ) শনিবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আ ক ম রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রভিটা গ্রুপের চেয়ারম্যান মো: নুর নবী ভূঁইয়া। অন্যান্যের মধ্যে আরো ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু ইউছুপ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোতা মিয়া, দরবেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মান উন্নয়নে ইভটিজিং প্রতিরোধ ও মোবাইল ফোনের অপব্যবহার রোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান। পরে প্রতিযোগীতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
রামগঞ্জে অভিভাবক সমাবেশ
Array
