আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
পদত্যাগের ৮মাস পর কর্মস্থলে যোগদান করতে এসে স্থানীয় ছাত্র অভিভাবক জনতা কর্তৃক অবরুদ্ধের শিকার হয়েছেন মোঃ নুরুল আলম নামের এক প্রধান শিক্ষক।
ঘটনাটি ঘটেছে রোববার (১ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের পানিয়ালা উচ্চ বিদ্যালয়ে। এ নিয়ে সন্থানীয় মোহন পাল, তানভীর হোসেন, রকি সহ অনেকেই জানান, পানিয়ালা উচ্চ বিদ্যালয়ে চলমান অনিয়মের অভিযোগে স্থানীয় অভিভাবক এবং সম্মিলিত এলাকাবাসী বিগত ১৮মার্চ ২৪ইং তৎকালীন প্রধান শিক্ষক মোঃ নুরুল আলমের নিকট বিদ্যালয়ের সার্বিক আয় এবং ব্যায়ের হিসাব প্রদানের অনুরোধ জানান।
এসময় তার অপরাগতায় তৎসময়ে বিদ্যালয় সহ তৎকালীন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি লক্ষ্মীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহানের বাসায় দীর্ঘ বৈঠকের পরও অর্ধকোটি টাকা ব্যায়ের কোন হিসাব দাখিল করতে পারেননি তিনি। যা ফলশ্রুতিতে ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসীর চাপের মুখে গত ৮মাস পূর্বে প্রধান শিক্ষক নুরুল আলম স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। যার আলোকে সহকারী প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব অর্পন করা হয়। রোববার ১লা ডিসেম্বর সকাল ১০টায় পদত্যাগকারী প্রধান শিক্ষক নুরল আলম তার অনুসারী কয়েকজনকে নিয়ে কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে বিদ্যালয়ে এলে স্থানীয় ছাত্র অভিভাবক এবং এলাকাবাসী বিদ্যালয়ে এসে ওই শিক্ষককে অবরুদ্ধ করেন।
এমন সংবাদে উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ উল্লাহ আশ শামছ্ বিদ্যালয়ে পৌঁছে শিক্ষক নুরুল আলমকে স্ব-পদে বহালের চেষ্টা চালান। এসময় পরিস্থিতির অবনতি ঘটলে রামগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার শিক্ষক নুরুল আলমকে উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রনে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের কার্যালয়ে ভিক্ষুব্ধ ছাত্র-জনতা ও অভিভাবক প্রতিনিধিদের সাথে বৈঠক চলছিল।