রামগঞ্জের কাঞ্চনপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনূষ্ঠিত

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

বিট পুলিশিং এর জোয়ারে – পুলিশ আসবে আপনার দুয়ারে এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জে থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং কার্যক্রমের আওতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের ৪নং বিটের উদ্যোগে ওই ইউনিয়নের সকল ইউপি সদস্যদের সাথে এ সভার আয়োজন করা হয়।

বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক ও সন্ত্রাস নির্মুল, কিশোর গ্যাং নিয়ন্ত্রনসহ সার্বিক আইন শৃংখলা স্বাভাবিক রাখার নিমিত্তে ১নং কাঞ্চনপুর ইউনিয়নের সকল ইউপি সদস্যদের সাথে মত বিনিময় করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন বিট কর্মকর্তা এসআই সৈয়দ দেলোয়ার হোসেন, এসআই ওয়ালিউল্যাহ, সহকারি বিট কর্মকর্তা এএসআই মোঃ বেলায়েত হোসেন এবং ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.