রাবিতে জয়পুরহাট জেলা সমিতির হেল্পডেক্স

শেয়ার
জেলা সমিতির বুথের মাধ্যমে আগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বসায় জায়গা করা, তাদের জিনিসপত্র রাখা, তাদের কেউ কেন্দ্র না চিনলে তাদের পৌছে দিয়ে আসা সহ যেকোন প্রয়োজনে প্রস্তুত ছিলো সদস্যরা।
বুথের বিষয়ে সার্বিক সহযোগিতা করায় বিশেষভাবে ধন্যবাদ শাহনাওয়াজ হোসাইন জয় ও EduXpert কে। তীব্র গরমে আগত শিক্ষার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছিলেন শারিফুল আনোয়ার। রাজশাহীর অসহনীয় গরমে একটু পানির জন্য জয়পুরহাট থেকে আগত শিক্ষার্থীদের যেন কারো মুখাপেক্ষী না হতে হয় সেজন্য তিনি নিজে থেকে ফোন দিয়ে আমাদের পাশে থাকার কথা জানান।
২৫ থেকে ২৭ তারিখ, এই তিনদিনে জেলা সমিতির সদস্যরা প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করে। সার্বিক বিষয় সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে জেলা সমিতির সাধারণ সম্পাদক বিবেক, শিক্ষার্থী, শিক্ষক ও সাবেক শিক্ষার্থী সকলেই এ ব্যাপারে আন্তরিকতার সাথে ভুমিকা পালন করেছে।
সর্বোপরি জয়পুরহাট থেকে আগত শিক্ষার্থীরা যেন সুস্থ ও স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারে, তার জন্যই এই এগিয়ে আসা।
রাজশাহীর বুকে একটুকরো জয়পুরহাটের এই উদ্যোগ ও একতা ভবিষ্যত জয়পুরহাট বিনির্মানে সক্রিয় ভুমিকা পালন করবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.