রাত পোহালেই নবীনগর প্রেসক্লাবের নির্বাচন

শেয়ার

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া:

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন।

বৃহস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে ভোট গ্রহন। আর এই নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে চলছে নানা উৎসাহ উদ্দীপনা। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়া দিগন্ত ও বিজয় টিভির উপজেলা প্রতিনিধি ও নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন মনির, স্বাধীন সংবাদ উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক মলয়া পত্রিকার প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি, সহ-সভাপতি পদে দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মো. মনির হোসেন, এশিয়ান টিভি ও দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি জহিরুল হক জ.ই বুলবুল, সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তর প্রতিনিধি মোস্তাক আহাম্মদ উজ্জল, ভোরের দর্পণ প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে প্রথম ভোর প্রতিনিধি মো. কামরুল ইসলাম, মানবকন্ঠ প্রতিনিধি মিঠু সূত্রধর পলাশ। ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে এরই মধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে তাজুল ইসলাম (দৈনিক ঢাকা), অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু (প্রজাবন্ধু), দপ্তর ও আপ্যায়ন সম্পাদক মো. সেলিম রেজা (জনতা) তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এ রুবেল  (সরোদ), সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম (ফ্রন্টিয়ার) কার্যকরী সদস্য পদে নবীনগর প্রেসক্লাবের বর্তমান কমিটির সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল (মাই টিভি ও মানবজমিন) নবীনগর উপজেলা প্রতিনিধি ও সাধারণ সম্পাদক মো. সাইদুল আলম সোহরাব (আজকের পত্রিকা ও মোহনা টিভি),নবীনগর উপজেলা প্রতিনিধি।  তবে কে হচ্ছেন, নবীনগর প্রেসক্লাবের আগামীর অভিভাবক! এ নিয়ে ভোটার ও সাধারণ মানুষের মাঝে চলছে নানা উৎসাহ উদ্দীপনা।প্রেসক্লাবসহ সাংবাদিকদের উন্নয়নে প্রার্থীরা দিচ্ছেন নানাভাবে প্রতিশ্রুতি।

সভাপতি প্রার্থী মো. জালাল উদ্দিন মনির বলেন, আমি পূর্বে সভাপতি থাকাকালীন প্রেসক্লাবের উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করেছি, এবার নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে পিআইবি প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতার মান উন্নয়ন এবং নতুন সদস্য নেওয়ার ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাব ইনশাআল্লাহ।

অপর সভাপতি প্রার্থী মোহাম্মদ হোসেন শান্তি বলেন, আমি নির্বাচিত হলে ক্লাবের সকল সাংবাদিকদের সাথে নিয়ে প্রেসক্লাব তথা সকলের জীবন মান উন্নয়নে আন্তরিক দায়িত্ব পালন করে কাজ করে যাব ইনশাআল্লাহ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.