কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর:
লোহা পেটানোর ‘টুংটাং’ শব্দে মুখর এখন শহরের কামার পাড়া। কোরবানিকে কেন্দ্র করে ভোর থেকে গভীর রাত পর্যন্ত লোহা পিটিয়ে কামাররা তৈরি করছেন দা, বটি, ছুরি ও চাপাতি। এসব জিনিস দুই ধরনের লোহার উপকরণ দিয়ে তৈরি করা হয়। একটি স্প্রিং লোহা (পাকা লোহা) এবং আরেকটি কাঁচা লোহা।
কামাররা জানান, লোহা ও কয়লার দাম গত বছরের চেয়ে এবার বেড়েছে। তাই গত বছরের চেয়ে এসব জিনিসের দামও বেশি। ক্রেতাদের চাহিদা অনুযায়ী দা, বটি, ছুরি ও চাপাতি তৈরিতে দম ফেলার ফুরসত নেই কামারদের। গতকাল বৃহস্পতিবার শহরের গোডাউন রোড, কালি বাজার রোড ও দক্ষিণ স্টেশন ঘুরে দেখা গেছে, দূর থেকেই পাওয়া যাচ্ছে হাপরের হাঁসফাঁস আর লোহা পেটানোর টুংটাং শব্দ। এর সাথে ছড়াচ্ছে আগুনের স্ফুলিঙ্গ। অনেক ক্রেতা কামারদের কাছে এনে বিভিন্ন জিনিস তৈরি করে। এর মজুরিও লোহাভেদে নির্ধারণ করা হয় বলে জানা গেছে।
শহরের গোডাউন রোডের দোকানি তফন কর্মকার নামের এক কামার বলেন, কোরবানির ঈদের আগে আমাদের ভালো উপার্জন হয়। এ সময় অনেকে দা, ছুরি, বটি বানাতে আসে। আবার অনেকে আসে পুরনো দা–ছুরি ও বটিতে শান দিতে। তবে শান দেয়ার ব্যস্ততা বাড়বে কোরবানির ২–৩ দিন আগে। তবে কেউ-কেউ আবার আমাদের কাছ থেকে রেডিমেড পণ্য কিনতেও আসে। তবে স্প্রিং লোহা তৈরির জিনিসের চাহিদা বেশি।
কয়েকজন কামার জানান, স্প্রিংয়ের দা, ছুরি, বটি ও চাপাতি ওজনের ভিত্তিতে বিক্রি করা হয়। তবে পিস হিসেবে কিনতে গেলে একটি ভালো মানের চাপাতির দাম পড়বে ৭০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা। জবাই করার চুরি হাজার টাকা শুরু করে পাওয়া যাবে দেড় হাজার টাকায়। চামড়া ছাড়ানোর ছুরি পাওয়া যাবে ২০০ থেকে ৩০০ টাকায়, বটি ৫৫০ টাকা থেকে ৭০০ টাকায়।
দা ও ছুরি কিনতে আসা এক ক্রেতা জানান, গতবছর যে দামে কিনেছি এবারও তাই, দাম বাড়তি রাখেনি। দক্ষিণ স্টেশন এলাকার কামার কৃষ্ণ কর্মকার বলেন, সারাবছর আমাদের প্রায় বসেই দিন কাটাতে হয়। গতবছরের মতো এবার কাজ পাচ্ছি না এখনো। ঈদের ২বা ১দিন আগে কিছু কাজ হাতে আসতে পারে।