কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় এক নারীকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ। গত শুক্রবার রাজিবপুর থানা পুলিশের বিশেষ টিম উপজেলাধীন বদরপুর এলাকা থেকে ছনিয়া (২১) নামের নারীকে আটক করে রাজিবপুর থানায় নিয়ে আসে। পরে তাকে দিকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে। আটককৃত ঐ নারী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, কুড়িগ্রাম এর পিটিশন মামলা নং ১৯৩/২০২২ইং (রাজিবঃ) এর ১নং আসামি। মামলাটির ধারা ছিল ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ১৭ ধারায়। উল্লেখ্য মামলাটি করেন রাজিবপুর বাজারের ব্যবসায়ী, রাজিবপুর উপজেলা শাখার আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ-দৌলা।
এ বিষয়ে রাজিবপুর থানার এ এস আই শহিজল ইসলাম বলেন, মেয়েটি ওরেন্টের আসামি ছিল এ জন্য তাকে গ্রেফতার করা হয় এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে।