রাজশাহীর দুর্গাপুরে নির্বাচনি সরঞ্জাম গেছে ৬৭ কেন্দ্রে

শেয়ার

ফরিদ আহমেদ আবির,রাজশাহী:

দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ৬৭ টি ভোট কেন্দ্রের ভোটের সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।

ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৩৩ টি কেন্দ্র। এ উপজেলা দ্বিতীয় ধাপে ২১ মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। সোমবার সকালে দুর্গাপুর সহকারী রির্টানিং কর্মকর্তার স্বীকৃতি প্রামানিক গণমাধ্যমে এসব কথা জানান। তিনি বলেন, “সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলার ৬৭টি ভোটকেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫৯ হাজার ৯৩৩ জন। সহকাররী রির্টানিং কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক বলেন, “নির্বাচনে পুলিশ,আনসার সদস্য, বিজিবির সদস্য এবং প্রতিটি ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেট কেন্দ্রে নিয়োজিত থাকবেন। উপজেলার ৬৭টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি আরো বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে ।”

উল্লেখ্য, দুর্গাপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে (ঘোড়া) প্রতীক নিয়ে লড়ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মজিদ সরদার, আর (মোটরসাইকেল) প্রতীক নিয়ে লড়ছেন দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান শরিফ। এছাড়াও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেরা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের (টিউবওয়েল), শ্রমিকলীগ নেতা শামিম ফিরোজ (তালা) প্রতীক নিয়ে লড়ছেন। এছাড়াও নারী ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম (ফুটবল) ও সাবেক ইউপি সদস্য কোহিনুর বেগম (কলস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৯৩৩ টি। এর মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৫১ টি আর নারী ভোটার ৭৯ হাজার ৮৮১ টি। এছাড়াও তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে ১টি এদিকের নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দ্যেশে ব্রিফিং করেছে জেলা পুলিশ।#

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.