রাজশাহীর দুর্গাপুরে আ.লীগের চার নেতাকর্মী সহ গ্রেপ্তার-৬

শেয়ার

রাজশাহ প্রতিবেদক:

রাজশাহীর দুর্গাপুরে হত্যাচেষ্টা ও নাশকতা ও চেক জালিয়াতি মামলায় আওয়ামীলীগের চার নেতা কর্মী সহ ৬জনকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

মঙ্গলবার ৮ (অক্টোবর ) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের পৃথক সময়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা সৈনিক লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ মৃধা, কিশমত গনকৈড় ইউনিয়নের আড়ইল ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জেকের আলী (৪২), সাধারণ সম্পাদক সাজাহান আলী (৪০), আড়ইল ৮নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি টুটুল হোসেন (৩২)। চেক জালিয়াতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত অপর দুই আসামি হলেন জয়কৃঞ্চপুর গ্রামের আব্দুল গাফ্ফার (৩৫) ও ভবানীপাড়া গ্রামের ফেরদৌসী খানম হাসি (৩৮)।

জানা গেছে, এর আগে গত ৩(সেপ্টেম্বর) হত্যাচেষ্টা ও নাশকতা চালানোর অভিযোগে থানায় মামলটি দায়ের করেন দুর্গাপুর উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগের দিন অর্থাৎ গত ৪ আগস্ট রাজশাহীর দুর্গাপুর উপজেলা মেডিকেল মোড়ে আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে দিবালোকে বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালায়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৬জনকে গ্রেপ্তার করা হয় এবং বুধবার দুপুরে আটকৃতদের আদালতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, এ মামলায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও সাবেক সংসদ সদস্য (এমপি) প্রফেসর ডা. মনসুর রহমানসহ ৭০ জনের নামে মামলা দায়ের করা হয়। #

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.