রাজশাহীতে হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

শেয়ার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান (পিপিএম) দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মুহাম্মদ রুহুল আমিন এবং এসআই মোঃ মাহাবুব আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় (৩ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী ডাইংপাড়া মোড়ে চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহী মহাসড়কের গোল চত্ত্বরে অভিযান পরিচালনা করে।

এসময় মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম (৩৫) কে ২০০ গ্রাম হেরোইনসহ হাতে নাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত শহিদুল উপজেলার চর বয়ারমারী গ্রামের মৃত ইলিয়াস আলী মন্ডলের ছেলে। গ্রেপ্তারের পরে ডিবি পুলিশের কাছে স্বীকার করে শহিদুল সে, দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িতো।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.