রাজশাহীতে হিরোইনসহ মা ও ছেলে গ্রেপ্তার

শেয়ার

প্রতিবেদক রাজশাহী:

রাজশাহীর মোহনপুরে হিরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ জুন) রাতে আসামী মা ও ছেলেকে গ্রেপ্তারের পর সোমবার (৫ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহনপুর থানাধীন কেশরহাট পৌরসভার এলাকার বিদ্রিকা গ্রামের এন্তাজ আলীর স্ত্রী নুরনাহার বেগম (৫১), ও তার ছেলে নুর জামান আলী (২৮) কে ৫৫ গ্রাম হিরোইনসহ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, হিরোইনসহ গ্রেপ্তারকৃত আসামীদের সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.