প্রতিবেদক,রাজশাহী : রাজশাহী দুর্গাপুরে (স্বতন্ত্র) প্রার্থী ওবায়দুর রহমানের নির্বাচনী অফিসে ককটেল হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ২৮ (ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দুর্গাপুর পৌর সভার ৬নং ওয়ার্ড সিংগা পূর্বপাড়া (স্বতন্ত্র) প্রার্থী ওবায়দুর রহমানের ঈগল প্রতীকের নির্বাচনী অফিসে এ ককটেল হামলার ঘটনা ঘটে।
এসময় ওই অফিসে বেশ কয়েকজন নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে এমন ঘটনায় পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।
স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের নির্বাচনী অফিসে অবস্থানরত কর্মী নাজির উদ্দিন জানান, আমরা বেশকিছু নেতাকর্মী অফিসে বসে ছিলাম। এমন সময় দুইটি মোটরসাইকেল নিয়ে চারজন ব্যক্তি আমাদের অফিস লক্ষ্য করে ককটেল ছুড়ে মেরে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় ককটেল বিস্ফোরণে মুহূর্তের মধ্যেই অফিসসহ পুরো এলাকা অন্ধকার হয়ে যায়।
ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের সমর্থকরা।
এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশে একটি দোকানে সিসি ক্যামেরা রয়েছে। আমরা সেই সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।