রাজশাহীতে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

শেয়ার

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় বসতঘর থেকে এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে গৃহবধূর পরিবারের দাবি, ধর্ষণ মামলা তুলে না নেওয়ায় তার স্বামী তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের সুকদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গৃহবধূ বিথী বেগম (২৭) ওই গ্রামের আব্দুল হালিমের দ্বিতীয় স্ত্রী ও একই গ্রামের মৃত জামাল হোসেনের মেয়ে।

ভুক্তভোগীর পরিবার জানায়, বিয়ের আগে হালিম বিথীকে ধর্ষণ করেন। এ ঘটনায় করা মামলা থেকে রেহাই পেতে কৌশলে বিথীকে বিয়েও করেন। এরপর আদালত থেকে সেই মামলা না তোলায় স্বামী তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার লাশ ঘরের তীরে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর থেকে হালিমের পরিবারের লোকজন গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিথীর মা বিলকিস বেগম বলেন,  প্রায় ৪ মাস আগে হালিম কৌশলে বিথীর আগের স্বামীর সাথে তালাক করিয়ে বিয়ে করে। হালিমের কথামত না চলায় তার মেয়েকে তিনি হত্যা করেছেন।

বিথীর ভাবি কাজলী বেগম বলেন, বিয়ের পর তার ননদ আদালত থেকে মামলা না তোলায় স্বামীর সাথে প্রায়ই ঝগড়া ও মারামারি হতো। গতরাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে রাত আনুমানিক ১০টার দিকে হালিম প্রথম স্ত্রীকে সাথে নিয়ে বিথীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

থানার ওসি ফারুক হোসেন বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বলা যাচ্ছে না। এ ঘটনায় ওই পরিবারে পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.