রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় গলায় রশি ঝুলিয়ে মা ও ছেলে আত্মহত্যা করেছে। তারা হলেন বানেশ্বর নয়াপাড়ার দিনমজুর জয় হোসেনের স্ত্রী শান্তনা খাতুন(২৩) ও ছেলে জিহাদ(৫)।
রোববার (৮ অক্টোবর) পুঠিয়ার নয়াপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
জয় হোসেন জানায়, সে পেশায় একজন দিনমজুর। অভাবের সংসার তাদের। প্রতিদিনের মত সে রোববার সকালে মানুষের কাজে যায়। দুপুর দুইটার দিকে বাড়িতে ফিরে ঘরে ঢুকলে তার স্ত্রী ও ছেলেকে ছাপড়া ঘরের আড়ায় গলায় রশি ঝুলিয়ে থাকা অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে।
প্রতিবেশি বানেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস ছামাদ বলেন, ওরা গরীব মানুষ। শনিবার ওই মহিলা বাবার বাড়িতে গিয়েছিল বলে শুনেছি। আর রোববার গলায় রশি ঝুলিয়ে নিজের ঘরে আত্মহত্যা করেছে।
থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, তাদের পারবারিক অবস্থা খারাপ। এরকম অবস্থা ভেবে মা ছেলে আত্মহত্যা করতে পারে। তাদের লাশ সন্ধ্যায় থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্ত করা হবে কিনা এখনো সিদ্ধান্ত নিইনি।