রাজশাহীতে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

শেয়ার

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে হেরোইন মামলায় শাহাদত আলী (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অনুপ কুমার সাহা এ রায় দেন। সাজাপ্রাপ্ত শাহাদত আলী গোদাগাড়ী উপজেলার সিডির মোড় এলাকার বাসিন্দা।
রায় ঘোষণার পর রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২২ সালের ৩০ শে জুলাই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিজবাড়ি থেকে হেরোইনসহ শাহাদতকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র‌্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। পরে তাকে র‌্যাব রাজশাহীর সদর দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসবাদ শেষে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়। পরে ওই মামলায় আদালতে চার্জশিট দাখিল করে গোদাগাড়ী থানা পুলিশ। এরপর রাজশাহী দ্রুত ট্রাইব্যুনাল আদালতে বিচারকাজ চলাকালে ১০ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়। এতে আসামির নামে আনিত অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক এ রায় দেন। গ্রেফতারের পর থেকেই আসামি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলো। আসামির উপস্থিতিতে এ রায় দেওয়া হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.