রাজশাহীতে মাদকসহ যুবলীগ নেতা আটক

শেয়ার

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গোয়ালকান্দি ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহেল রানাকে আটক করেছে ডিবি পুলিশ।

এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ হিরোইন, ফেনসিডিল ও ইয়াবা জব্দ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে ডিবি পুলিশের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়ালকান্দি ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহেল রানা দীর্ঘদিন ধরে ভারত থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে হিরোইন, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাচার করে নাটোরের নলডাঙ্গা, নওগাঁর আত্রাই ও মান্দা এবং রাজশাহীর দুর্গাপুর ও বাগমারার তাহেরপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। শনিবার সন্ধ্যায় সে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ হিরোইন, ফেনসিডিল ও ইয়াবা নিয়ে চেউখালী ঘুসাতলা ব্রিজের ওপর অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় সোপর্দ করে।

থানার ওসি আমিনুল ইসলাম রোববার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আটক সোহেল রানার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.