রাজশাহীতে দুই’গ্রুপের সংর্ঘষে গুলিবিদ্ধ ১

শেয়ার

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতার সাথে ওয়ার্ড কাউন্সিলরের দ্বন্দ্বের জে‌রে আকরামুল হক গুড্ডু (৩৫ ) না‌মের একজন গুলিবিদ্ধ হয়েছে ব‌লে জানা‌ গে‌ছে।

বৃহস্পতিবার রাত সা‌ড়ে দশটার দিকে বালিপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। গু‌লি‌বিদ্ধ গুড্ডু কে উদ্ধার ক‌রে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এই ঘটনা জের ধ‌রে বৃহস্পতিবার রাত সা‌ড়ে দশটার দিকে নগরীর বালিপুকুর এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে আকরামুল হক গুড্ডু নামের একজন পায়ে গুলি বৃদ্ধ হয়েছে।

গুড্ডু কাউন্সিলর মনের অনুসারী বলে জানা গেছে। সে নগরী বড়বনগ্রাম এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

সংঘর্ষের ঘটনা পর থেকে বালিয়াপুকুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হ‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রনে আ‌নেন।

আরএম‌পির বোয়ালিয়া ম‌ডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন জানান, আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে কাউন্সিলর ও স্থানে আওয়ামী লীগ নেতার সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ফোর্স নিয়ে উপস্থিত আছি। এই ঘটনায় পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.