রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় গরুচোর সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো পুঠিয়ার কানাইপাড়া এলাকার অবিন উদ্দিনের ছেলে রনি (২৫) এবং ধোপাপাড়া এলাকায় আব্দুস ছামাদের ছেলে সোহাগ আলী (২৪)।
শনিবার রাত পৌণে তিনটার দিকে পুঠিয়া পৌর সদরের বিলপাড়া এলাকা থেকে একটি নম্বরবিহীন পিকআপসহ জনতার হাতে আটক হয় তারা।
প্রত্যক্ষদর্শী আকবর আলী জানান, কিছুদিন ধরে গরু চুরির হিড়িক পড়েছে এলাকায়। একারণে রাত জেগে পাহারা দেওয়া হয়। শনিবার রাত পৌণে তিনটার দিকে একটি পিকআপ ও একটি মোটরসাইকেল যাওয়ার শব্দে এলাকাবাসী নম্বরবিহীন পিকআপ সহ দুইজনকে আটক করে এবং অপরজন মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রনি ও সোহাগকে আটক করে।
পুঠিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গরুচোর সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তারা গরুচোর কিনা কিংবা তাদের সাথে কারা আছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।