রাজনৈতিক নেতা ও শিক্ষক পেল নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড! ক্ষুব্ধ সাংবাদিকরা

শেয়ার

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ও রায়পুর উপজেলা ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার(২১ মে) সকাল ৮ টা থেকে দুই উপজেলার ১৮১টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

এতে পর্যবেক্ষনের জন্য অনুমতিপত্র পেয়েছেন একাধিক আওয়ামী লীগ নেতা ও শিক্ষক। তবে কার্ড পায়নি প্রকৃত অনেক সাংবাদিক। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ জেলার সাংবাদিক সমাজ।

এ নিয়ে অনেকেই ফেসবুকে অনুমতিপত্র পাওয়া ওই সকল নেতাদের ছবি শেয়ার করেছেন। যা মুহুর্তেই ছড়িয়ে যায় অসংখ্য ফেসবুক ব্যবহারকারীর কাছে। ছবিগুলো হলো জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বেলায়েত হোসেন বেলাল (সবুজ জমিন), রায়পুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট (লক্ষ্মীপুর পোস্ট), শিক্ষক নেতা শামসুদ্দিন বাবুল (লক্ষ্মীপুর সমাচার), রায়পুর উপজেলা ছাত্রলীগ নেতা ফখরুল ইসলামের (নতুন পথ) অনুমতিপত্রের ছবি।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন ফেসবুকে লিখেন, ‘প্রকৃত সাংবাদিকদের কার্ড ইস্যু করতে যাচাই বাছাই কড়া মিলে করে। কারন হচ্ছে প্রকৃত সাংবাদিকেরা আকাম ধরবে আর মৌসুমি সাংবাদিকরা আকাম করবে।’

বণিক বার্তার রাকিব হোসাইন রনি লিখেছেন, সাংবাদিক পর্যবেক্ষন কার্ড বিতরণ তালিকায় রায়পুর পৌর মেয়র ও শিক্ষক প্রতিনিধির (নেতা) নাম রয়েছে। আর মূলধারার সাংবাদিকদের কত আইন মানতে হয়, হতে হয় হয়রানি। ধিক্কার জানাই যারা এসব ইস্যু করেছেন..।

এদিকে সাংবাদিক নয় তবুও পর্যবেক্ষন কার্ড পাওয়া ব্যক্তিদের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে টনক নড়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার। এদিন রাতে রায়পুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের অনুমতিপত্রটি বাতিল করে দেয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.