তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ২৭ জুলাই রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
তত্ত্বাবধায়ক বাতিল করে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ জিততে পারবে না।
তিনি আরও বলেন, গুম, গায়েবি মামলা দিয়ে সরকার বিরোধীদের হয়রানি করা হচ্ছে। ভয় দেখিয়ে তারা (সরকার) বিরোধী দলকে দূরে রেখে নির্বাচন করার অপকৌশল করছে। কিন্তু নির্দলীয় সরকার ছাড়া এবার কোনো নির্বাচন হবে না। রাজপথেই ফয়সালা হবে।’
বিএনপির মহাসচিব বলেন, দাবি একটাই, সেটা হলো শেখ হাসিনার পদত্যাগ। এই দাবিতেই ২৭ জুলাই বৃহস্পতিবার বেলা দুইটায় ঢাকায় মহাসমাবেশ হবে।
এদিকে তারুণ্য সমাবেশে স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদল নেতা কর্মীরা অংশ নেন।
দুপুর ২টায় শুরুর ৫ মিনিট আগে মঞ্চে ভেঙ্গে ১ সাংবাদিকসহ ২জন আহত হয়েছে। সমাবেশে যোগ দেন, ঢাকা ও আশপাশের জেলার নেতাকর্মীরা। এসময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন। সমাবেশকে কেন্দ্র করে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ তৈরি হয়।
এদিকে, সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সবার নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।