রাখালিয়া ছাত্র-তরুণ সমাজ’ সংগঠন’র যাত্রা শুরু

শেয়ার

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রায়পুরের ৪নং সোনাপুর ইউনিয়নের রাখালিয়া বাজার ও স্থানীয় ছাত্র-তরুণদের সমন্বয়ে যাত্রা শুরু হয়েছে ‘রাখালিয়া ছাত্র-তরুণ সমাজ’ নামক একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এর।

রবিবার (১৮আগস্ট) রাখালিয়া বাজার জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের সমন্বয়ক তানজিল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও অন্যান্য সমন্বয়কবৃন্দ।

এসময় বক্তারা সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন। তুলে ধরেন সংগঠনের উদ্দেশ্য এবং আগামীর করণীয়সমূহ। সংগঠনটির উল্লেখযোগ্য করণীয় কাজের মধ্যে রয়েছে এলাকার রাস্তাঘাট সংস্কার, রাখালিয়া বাজারের ড্রেনেজ ব্যবস্থার সমস্যা নিরসন, শিক্ষার্থীদের বাজার মনিটরিং, মাদক ও ইভটিজিং রোধে অগ্রণী ভূমিকা পালন , সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নতি সাধন। সংগঠনটি ১জনকে উপদেষ্টা ও ৮জনকে সমন্বয়ক করে সাংগঠনিক কমিটি প্রকাশ করে। এ সময় সাইমুম বিন শামসকে উপদেষ্টা এবং তানজিল হোসেন, ফজলে রাব্বি পরান, আফ্রিদি হাসান, তানজীদুল ইসলাম, তারেক আজিজ জনি, আকিব হোসাইন, নাঈম রহমান, শাফী উল্লাহ রকিকে সমন্বয়ক করা হয়।

উল্লেখ্য যে, সংগঠনটি যাত্রা শুরুর পূর্বে থেকেই অসহায় ব্যক্তিদের অর্থপ্রদান এবং সড়ক সংস্কারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সমপন্ন করে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.