রাইসির মৃত্যু: বাড়লো তেলের দাম

শেয়ার

ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর খবরে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড অনুযায়ী, সোমবার (২০ মে) সকালে প্রতি ব্যারেল তেল ৮৪.২৪ ডলারে বিক্রি হয়েছে। যা আগের সেশনে ছিল ব্যারেল প্রতি ৮৩.৯৮ ডলার। অর্থাৎ প্রতি ব্যারেলে দাম বেড়েছে ০.৩১% শতাংশ।

অন্যদিকে আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটও (ডব্লিউটিআই) একই সময়ে ব্যারেল প্রতি ৭৯.৮১ ডলারে লেনদেন করেছে। যা আগের সেশনে ছিলো ব্যারেল প্রতি ৭৯.৫৮ ডলার। অর্থাৎ আগের তুলনায় দাম বেড়েছে ০. ২৯ শতাংশ।

ওপেকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ইরানে প্রতিদিন ৩০ লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদিত হয়।

রবিবার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় সব আরোহী নিহত হয়েছেন। সূত্র: ক্রুড অয়েল প্রাইস টুডে

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.