জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সহ সভাপতি ও জাতীয় যুব পরিষদের প্রধান উপদেষ্ঠা মিসেস তানিয়া রব বলেছেন, আসন্ন রমজানকে সামনে রেখে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী দ্রব্য মূল্য বৃদ্ধির অপচেষ্টা করবে। তাদের এ অপচেষ্টা কঠোর ভাবে দমন করতে হবে। মিসেস তানিয়া রব আরও বলেন, রমজান বা কোন উৎসব পার্বন আসলেই অসাধু ব্যবসায়ী চক্র অধিক মুনাফা লাভের জন্য বাজারে নৈরাজ্য সৃষ্টি করে লাগামহীন মুল্য বৃদ্ধির অপচেষ্টায় লিপ্ত হয়। সেক্ষেত্রে বাজারে দ্রব্য মুল্য নিয়ন্ত্রনে রাখা সরকারের নৈতিক দায়িত্ব। সাধারন মানুষের কষ্ট লাঘবে সংশ্লিষ্ট সকল মহল এ বিষয়ে দায়িত্বশীল হবেন বলেই আমাদের বিশ^াস। আজ ২৪ মে ২০১৭ বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় যুব পরিষদের উদ্যোগে রমজানে দ্রব্য মুল্য নিয়ন্ত্রনে রাখার দাবীতে আয়োজিত বিক্ষোভ মিছিল পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে মিসেস তানিয়া রব এসকল কথা বলেন।
জাতীয় যুব পরিষদের আহবায়ক এস এম সামসুল আলম নিক্সন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেএসডি’র সাংগঠনিক সম্পাদক জনাব আবদুর রাজ্জাক রাজা, সহ-গণসংযোগ বিষয়ক সম্পাদক নুরুল আবছার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো: মোস্তাক এবং জাতীয় যুব পরিষদের যুগ্ম আহবায়ক মো: আমিরুল ইসলাম,আরিফুল হক তাপস ঠাকুর ও আতিকুর রহমান তাজ প্রমুখ নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।