ভারতীয় গবেষক রবি রত্নাকরণের নেতৃত্বে কানাডার মাউন্ট সিনাই হাসপাতালের গবেষকদল এ গবেষণা করেন।
প্রধান গবেষক রত্নাকরন বলেন, নারীদের উচ্চ রক্তচাপ তার গর্ভের সন্তান ছেলে হওয়ার ইঙ্গিত দেয়। একইভাবে নিম্ন রক্তচাপ থাকলে ভবিষ্যতে কন্যা সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা বাড়ে বলে আমাদের গবেষণায় বেরিয়ে এসেছে।
“এই গবেষণা এটাই বলছে, গর্ভধারণের আগে নারীদের রক্তচাপ ভবিষ্যতে তার পুত্র বা কন্যা সন্তান জন্মদানের সঙ্গে সম্পর্কিত।”
“দারুণ এই আবিষ্কার উভয় ধরনের প্রজনন পরিকল্পনার ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে।”
২০০৯ সালের ফেব্রুয়ারিতে গবেষকরা এ গবেষণা শুরু করেন। চীনের লিউয়াংয়ে ৩৩৭৫ নারী গবেষণায় অংশ নেন।
আমেরিকান জার্নাল অব হাইপারটেনশনে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ পায়।