যুদ্ধে রাশিয়ার হাতে ১৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত

শেয়ার

সাম্প্রতিক যুদ্ধে রাশিয়ার হাতে ১৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। ইউক্রেনের এক শীর্ষ কর্মকর্তা এমন তথ্য দিয়েছেন। তবে দেশটির সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বলেছেন, ‘রাশিয়ার সঙ্গে হওয়া যুদ্ধে ১০ হাজার থেকে ১৩ হাজার ইউক্রেনীয় সৈন্য মারা গেছেন।’

বুধবার একটি ভিডিও ভাষণে ইইউ কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন বলেছেন, যুদ্ধে এক লাখ ইউক্রেনীয় সৈন্য মারা গেছে। যদিও ইইউ কমিশনের একজন মুখপাত্র পরে স্পষ্ট করেছেন যে এটা একটি ভুল তথ্য ছিলো। এ পরিসংখ্যানটিতে নিহত এবং আহত উভয়ের কথাই বলা হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.