ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আশা করেন, আমেরিকা আরও শক্তিশালী হবে।
বুদাপেস্টে ইউরোপীয় নেতাদের এক বৈঠকে জেলেনস্কি আরও বলেন, একটি শক্তিশালী ইউরোপ আমেরিকার প্রয়োজন। মিত্রদের মধ্যে সম্পর্ক যেন শেষ হয়ে না যায়।
এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের স্পষ্ট হওয়ার পরই জেলেনস্কি ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।
জেলেনস্কি বলেন, আমরা দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর এবং আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছি। বিশ্বে শান্তির জন্য শক্তিশালী মার্কিন নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ।