গত জুলাইয়ে ফ্রান্সের ক্লাব পিএসজিকে বিদায় জানান লিওনেল মেসি। এরপর ইউরোপের পাট চুকিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
এরপরই পুরোপুরি পাল্টে যায় মায়ামির চেহারা। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপার মুখ দেখে তারা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছিলেন এলএমটেন। সেই টুর্নামেন্ট সেরার পুরস্কারও পেয়েছিলেন এই মহাতারকা।
এবার যুক্তরাষ্ট্রে আরেকটি পুরস্কারের জন্য মনোনীত হলেন মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) মাত্র ছয় ম্যাচ খেলেই এ পুরস্কারে জন্য মনোনীত হলেন তিনি। জুলাইয়ে মায়ামিতে যোগ দিয়ে মাত্র ছয় ম্যাচে পারফর্ম করেই ‘এমএলএস নিউকামার’ বা এমএলএস নবাগত বর্ষসেরা পুরস্কারের চূড়ান্ত তিনে জায়গা করে নিয়েছেন আলবিসেলেস্তে অধিনায়ক।