ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের পথে অন্যতম বাধা ইহুদিদের বিতর্কিত জায়নবাদের সমর্থনে এবার প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। তীব্র নিন্দায় একে ফিলিস্তিনের স্বাধীনতার সমর্থকদের কণ্ঠরোধের অপচেষ্টা বলেছে যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটি।
গাজায় বর্বর হামলার কড়া প্রতিবাদ না জানালেও ইসরায়েলের প্রতি ঢালাও সমর্থনের ধারাবাহিকতায় এবার জায়নবাদ বিরোধীতাকে ইহুদি বিদ্বেষের সমতুল্য বলেছে প্রতিনিধি পরিষদ। বিতর্কিত এই অবস্থান নেয়ার বিষয়ে একটি প্রস্তাবও পাস হয়েছে। ভোটাভুটিতে এর পক্ষে ৩১১ ও বিপক্ষে ১৪ ভোট পড়ে। ট্রাম্পের রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ভোটাভুটিতে উপস্থিত থাকলেও মতামত দেননি ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির ৯২ জন আইনপ্রণেতা। জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের দেশে দেশে জায়ানবাদ বিরোধীতা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ার কারণে এই পদক্ষেপ।
ওই অধিবেশনের আলোচনায় বলা হয়, যুক্তরাষ্ট্রে ফিলিস্তিন সমর্থকদের প্রতিবাদ কর্মসূচি জায়নবাদ বিরোধী ও ইহুদি বিদ্বেষী। একে ভয়ঙ্কর পদক্ষেপ বলেছেন যুক্তরাষ্ট্রের মুসলিম নেতা ও ফিলিস্তিনের অধিকার আদায়ের পক্ষে থাকা সমাজকর্মীরা। সূত্র: নিউ রিপাবলিক
তাদের অভিযোগ, গাজায় চলমান ইসরাইলের বর্বরতা থেকে দৃষ্টি সরিয়ে বিভ্রান্তি তৈরি অপচেষ্টা এটি। স্বাধীন ফিলিস্তিনের দাবি অবদমনের অপচেষ্টা বলেছেন যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটি।