ঘন কুয়াশায় বালু তোলা নৌকা বাল্কহেডের সঙ্গে ধাক্কা খেয়ে পদ্মায় আটকে পড়া ফেরি ‘রজনীগন্ধা’ যাত্রী ও যানবাহন নিয়ে ডুবে গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।
পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে ফেরিটি ডুবে উল্লেখ করে তিনি আরও বলেন, তবে হতাহত বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফেরিটিতে কাভার্ড ভ্যান ও পিকআপ ছিল।