মৎস্য সপ্তাহ উপলক্ষে রায়পুরে মতবিনিময় সভা

শেয়ার

প্রদীপ কুমার রায়ঃ

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য বিভাগ।

আজ শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ বাস্তবায়ন উপজেলা কমিটির সদস্য সচিব সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজ।

এ সময় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজ্ন দাশ ও প্রেসক্লাব সাবেক সভাপতি মাহবুবুল আলম মিন্টু সাংবাদিক ওয়াহিদুল রহমান মুরাদ, নুরুল আমিন ভূইয়া, সাংবাদিক তাবারক হোসনে আজাদ প্রমুখ। “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানে এবারের মৎস্য সপ্তাহের কর্মসূচীর মধ্যে রয়েছে উপজেলার ৩ জন সফল মৎস্যচাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারণা,ব্যানার ফেস্টুনে সংযোগ সড়কে র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরিক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে। ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.