ম্যাচ পরাজয়ে যা বললেন সোহান

শেয়ার

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে হেরেছেন টাইগাররা। শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৮৮ রান তুলতে সমর্থ হয়েছেন টাইগাররা।

ফলে ১৭ রানের হার দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করলেন নুরুল হাসান সোহান।

বাংলাদেশ দলের নতুন অধিনায়ক সোহান বলেছেন, ‘খুব ভালো ম্যাচ হয়েছে। ডেথ ওভারে, শেষ ৫-৬ ওভারে ভালো জায়গায় বল করতে পারিনি।

তারা অনেক ভালো ব্যাট করেছে।  এমন কিছু জায়গা আছে যেসব জায়গায় উন্নতি করে আগামী ম্যাচে মাঠে নামতে পারি। এই ম্যাচেও অনেক ইতিবাচক দিক আছে। ইতিবাচক দিকগুলো নেব। পরের ম্যাচে উন্নতি হবে ইনশাআল্লাহ।’

বোলাররা এই ম্যাচে তেমন সুবিধা করতে  পারেনি। মোস্তাফিজ ৪ ওভারে দিয়েছেন ৫০ রান, শরিফুল ৪৫ আর তাসকিন দিয়েছেন ৪২ রান। তিন পেসার ১২ ওভারে দিয়েছেন ১৩৭ রান। তবে বোলিংই কি হারের বড় কারণ?

এ বিষয় সোহান বলেন, ‘আসলে কোনো  কারণ দেখতে চাচ্ছি না। ব্যাটিং বলুন, বোলিং বলুন, ফিল্ডিং বলুন— সব আমরাই। যেটিই করি আমাদেরই ভালো করতে হবে।’

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.