মৌলভীবাজারের রাজনগরে মোবাইল ফোনে গেম খেলায় আসক্ত ছিল আমির হাসান জয় (১৩)। তাকে গলায় ওড়না পেচিয়ে শ্বাস রোধে হত্যার অভিযোগে তার মাকে আটক করেছে থানা পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকার মো. আসলাম আলীর ছেলে আবির হাসান জয় (১৩)। বেশকিছু দিন ধরে সে মোবাইলে গেমখেলা ও ইউটিউবে আসক্ত হয়ে পড়ে। ছেলের মা সোহেনা বেগম (৩৫) তার ছেলেকে নিষেধ করা সত্বেও এসব থেকে বিরত রাখতে পারছিলেন না।