মোবাইল আসক্ত ছেলেকে শ্বাস রোধ করে হত্যা করলেন মা!

শেয়ার

মৌলভীবাজারের রাজনগরে মোবাইল ফোনে গেম খেলায় আসক্ত ছিল আমির হাসান জয় (১৩)। তাকে গলায় ওড়না পেচিয়ে শ্বাস রোধে হত্যার অভিযোগে তার মাকে আটক করেছে থানা পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকার মো. আসলাম আলীর ছেলে আবির হাসান জয় (১৩)। বেশকিছু দিন ধরে সে মোবাইলে গেমখেলা ও ইউটিউবে আসক্ত হয়ে পড়ে। ছেলের মা সোহেনা বেগম (৩৫) তার ছেলেকে নিষেধ করা সত্বেও এসব থেকে বিরত রাখতে পারছিলেন না।

ঘটনার দিন আজ (বুধবার) সকালেও ছেলেটি মোবাইল ফোন নিয়ে গেম খেলতে শুরু করে। এতে তার মা রেগে যান। দুইজনের কথা কাটাকাটির এক পর্যায়ে রেহানা বেগম নিজের ওড়না দিয়ে ছেলের গলায় পেচিয়ে চেপে ধরেন। এতে ছেলেটি শ্বাস রোধ হয়ে মারা যায়। 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, মোবাইলে আসক্ত হওয়ায় মা রাগ করে ওড়না পেচিয়ে ছেলেকে হত্যা করেছে। নিহতের মৃতদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ছেলের মাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান বলেও জানিয়েছে থানা পুলিশ। 

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.