পল্লী নিউজ ডেস্ক :
আগামী ১লা ফেব্রুয়ারী থেকে শুরু হতে যাওয়া মাসব্যাপী অমর একুশে বই মেলায় শিশুদের নিয়ে ছড়াগ্রন্ত “ছড়ার মিনার” ও “নেটওয়ার্কের বাহিরে” বই প্রকাশিত হবে। লক্ষ্মীপুর রায়পুর উপজেলার দক্ষিণ রায়পুর গ্রামের জনি হোসেন শিশুদের নিয়ে বই দুইটি লেখেন। দাঁড়িকমা প্রকাশনীর ব্যানারে বই পাওয়া যাবে ১০,৩৮৮,৩৮৯ নং ষ্টলে। ২০১৫ সালের বই মেলায়ও জনি হোসেনের “ছড়ার প্যাকেট” নামের ছড়া গ্রন্থটি বিপুল সাড়া জাগিয়েছিল।
উদীয়মান কিশোর লেখক জনি হোসেনের জন্ম ৫ মার্চ ১৯৯৬ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ রায়পুর গ্রামে। তার বাবা মফিজুল ইসলাম ও মাতা আমেনা বেগম। বর্তমানে সে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে দ্বিতীয়বর্ষের ছাত্র। দৈনিক ইত্তেফাক, কালেরকণ্ঠ, নয়াদিগন্ত, বাংলাদেশ সময়, পূর্বদেশ, সোনারদেশ, ভোরের কাগজসহ স্থানীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক, পাকি, ষান্মাসিক এবং বার্ষিক পত্রপত্রিকায় নিয়মিত তার ছড়া ও কবিতা ছাপা হয়।