শনিবার, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ,২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

মেঘনায় অপহৃত ৬ জেলের মুক্তিপন দিয়ে প্রাণেরক্ষা

Array

পল্লী নিউজ ডেস্ক:

লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদী থেকে অপহরণের পর মুক্তিপণ নিয়ে ছয় জেলেকে ছেড়ে দিয়েছে জলদস্যুরা। অপহরণের পর তাদের পিটিয়ে আহত করা হয়। জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে অপহৃত ছয় জেলে মুক্তিপণের বিনিময়ে পরিবারের কাছে ফিরে আসে।

এর আগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলেরা মাছ ধরে ঘাটে ফেরার সময় লুধূয়া ঘাটের অদূরে মেঘনা নদী থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন- উপজেলার পাটোয়ারির হাট ইউনিয়নের বাসিন্দা কালু মাঝি, শফিক মাঝি, চৌকির মাঝি, মুন্সির হাট এলাকার আজাদ মাঝি। অপর দুই জেলের পরিচয় জানা যায়নি।

অপহৃত কালু মাঝির ছেলে মো. মাসুদ  বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মাছ ধরে লুধূয়া ঘাটে ফেরার সময় ৯-১০ জন জলদস্যু কয়েকটি মাছ ধরার নৌকা ও ট্রলারে হানা দেয়। দস্যুরা জাল, মাছ, নৌকার ইঞ্জিন, নগদ টাকা, মোবাইল ও জ্বালানি তেল লুটে নেয়। এ সময় বিভিন্ন নৌকার ছয় মাঝিকে অপহরণ করে। পরে জেলেদের মেঘনায় জেগে উঠা নতুন চরে নিয়ে যায়। সেখানে তাদের আটকে রেখে মারধর করে।

অপহৃত জেলেদের ব্যবহৃত মোবাইল থেকে তাদের পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে হত্যার হুমকি দেয়। শুক্রবার সন্ধ্যার দিকে বিকাশের মাধ্যেমে ২০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেয় জলদস্যুরা।

অপহৃত জেলেদের স্বজনেরা জানান, অপহরণের বিষয়টি পুলিশকে না জানাতে হুমকি দিয়েছে জলদুস্যরা।এ কারণে পুলিশকে জানানো হয়নি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, অপহরণ ও মুক্তিপণ আদায়ের বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অপহৃত জেলে ও তাদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সর্বশেষ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন দাবিতে লক্ষ্মীপুরে ঐক্য পরিষদের গণ অনশন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ ২০১৮ সালে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণঅনশন ও গণঅবস্থান...

দুপুরেও জলাবদ্ধ রাজধানীর বিভিন্ন জায়গা

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া কয়েক ঘণ্টার বৃষ্টির পর রাজধানীর বিভিন্ন সড়ক-গলিতে জমে...

লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে স্কুল ভাঙচুর-লুটপাট, অনিশ্চিত পাঠদান

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে দু'দফা হামলা চালিয়ে ১০ টি সেমিপাকা ও দুটি টিনসেট শ্রণিকক্ষ...

ইবির সাদ্দাম হোসেন হলের আয়োজনে অন্তিম কনসার্ট

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের উদ্যোগে অন্তিম কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১...

ইলেভেন কেয়ার একাডেমি’র আন্ত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

কামরুল হাসান হৃদয়: লক্ষ্মীপুরের ব্যতিক্রমধর্মী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান 'ইলেভেন কেয়ার একাডেমি' কর্তৃক শিক্ষার্থীদের শারিরীক সুস্থতা এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে প্রচেষ্টা বহুগুণ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রচেষ্টা বহুগুণ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...