মূত্রথলিতে পাথর হওয়ার ৮ কারণ

শেয়ার

মূত্রথলিতে পাথর (Bladder Stones) মূলত তখনই গঠিত হয় যখন মূত্রের মধ্যে খনিজ পদার্থ (যেমন- ক্যালসিয়াম, অক্সালেট, ইউরিক অ্যাসিড) জমা হয়ে কঠিন স্ফটিক তৈরি করে। ধীরে ধীরে এই স্ফটিকগুলো বড় হয়ে পাথরে রূপ নেয়।

প্রধান কারণগুলো

অসম্পূর্ণ মূত্রত্যাগ
যদি মূত্রথলি সম্পূর্ণ খালি না হয়, তাহলে বেঁচে থাকা প্রস্রাবে খনিজ পদার্থ জমে পাথর তৈরি করতে পারে।

 

প্রস্রাবে বাধা সৃষ্টি হয় এমন কিছু সমস্যা
প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে গেলে (পুরুষদের ক্ষেত্রে), মূত্রনালির সংকীর্ণতা দেখা দিলে অথবা স্নায়বিক সমস্যা (যেমন- পারকিনসনস, স্ট্রোক) ইত্যাদি থাকলে মূত্রথলিতে পাথর হতে পারে।

ঘন ঘন প্রস্রাব আটকে রাখা
দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখলে মূত্র থেমে থাকে এবং খনিজ পদার্থ স্ফটিকে পরিণত হতে পারে।

মূত্রথলিতে সংক্রমণ
সংক্রমণের কারণে প্রস্রাবে অতিরিক্ত খনিজ পদার্থ জমা হতে পারে, যা পরবর্তী সময়ে পাথর তৈরি করতে সাহায্য করে।

পানিশূন্যতা
পর্যাপ্ত পানি পান না করলে প্রস্রাব ঘন হয়ে যায় এবং এতে খনিজ পদার্থ সহজেই জমাট বেঁধে পাথর তৈরি করে।

কিডনির পাথর থেকে মূত্রথলির পাথর হওয়া
অনেক সময় কিডনিতে থাকা ছোট পাথর মূত্রনালি দিয়ে মূত্রথলিতে চলে আসে এবং সেখানে থেকে বড় হয়ে যায়।

খাবারের প্রভাব
অতিরিক্ত ক্যালসিয়াম, অক্সালেট বা ইউরিক অ্যাসিডযুক্ত খাবার (যেমন- লাল মাংস, দুগ্ধজাত খাবার, চকলেট, পালংশাক) খেলে পাথর হওয়ার ঝুঁকি বাড়তে পারে।

ডায়াবেটিস ও স্নায়ুর সমস্যা
কিছু রোগ (যেমন- ডায়াবেটিস, পারকিনসনস, মেরুদণ্ডের আঘাত) মূত্রথলির কার্যকারিতা দুর্বল করতে পারে, ফলে মূত্র পুরোপুরি বের হতে পারে না এবং পাথর তৈরি হয়।

কে বেশি ঝুঁকিতে?
৫০ বছরের বেশি বয়সী পুরুষ।
প্রস্রাবে বাধাজনিত সমস্যা রয়েছে (প্রোস্টেট সমস্যা, ইউরেথ্রাল স্ট্রিকচার)।
পানি কম পান করেন এমন লোক।
দীর্ঘদিন ধরে মূত্রথলির সংক্রমণ আছে।
যারা দীর্ঘসময় ধরে বিছানায় শুয়ে থাকেন বা চলাফেরা কম করেন।

প্রতিরোধ ও করণীয়
প্রচুর পরিমাণে পানি পান করুন (প্রতিদিন ৮-১০ গ্লাস)।
প্রস্রাব আটকে না রেখে সময়মতো প্রস্রাব করুন।
যদি প্রস্রাব করার সময় কোনো সমস্যা হয়, চিকিৎসকের পরামর্শ নিন।
কিডনি ও মূত্রথলির সংক্রমণ হলে দ্রুত চিকিৎসা করান।
স্বাস্থ্যকর খাবার খান, বেশি লবণ ও চর্বি এড়িয়ে চলুন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.