দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করার পর আজ উইমেনস চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ।
এই ম্যাচে প্রোটিয়া মেয়েদের বিপক্ষে আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে রেকর্ড ২৫০ রান তুলেছে বাংলাদেশের মেয়েরা।
এটিই নিজেদের ইতিহাস প্রথমবার আড়াই শ রানের সংগ্রহ নিগার সুলতানাদের। ইস্ট লন্ডনে টস হেরে ব্যাট করতে নেমে শামীমা সুলতানা ও ফারজানা হকের উদ্বোধনী জুটিতে ৬৬ রান তোলে বাংলাদেশ।
ফারজানা ৩৫ ও শামীমা ৩৪ রানে আউট হলে অধিনায়ক নিগারকে নিয়ে দলের হাল ধরেন মুর্শিদা খাতুন। তৃতীয় উইকেটে দুই জন যোগ করেন ৮০ রান। মুর্শিদা ৯ রানের আক্ষেপে পুড়লেও ক্যারিয়ার-সেরা ইনিংসে ৯১ রানে অপরাজিত থাকেন। ১০০ বলের ইনিংসে ১২টি চার এই বাঁহাতি ব্যাটারের। নিগার ৪৮ বলে ৩৮ রানে আউট হলেও ২৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার।