মুজিব তোমাকে চাই বাংলা

শেয়ার
মুজিব তোমাকে চাই বাংলা

বৃষ্টি খাতুন

নিস্তব্ধ আকাশ, নিস্তব্ধ বাতাস কানে কানে বলে গেলো
মুজিব তোমাকে চাই বাংলা,
নতুন সমাজ নতুন মানুষ বদলে দিলো বাংলা।

ক্রমশ যেনো চেনা প্রকৃতি হয়ে উঠেছে অচেনা;
অচেনা হয়েছে মুখ ও মুখোশ, পোশাক ও শরীর।

বাংলার মানুষ ভালোবাসতে ভুলেছে, ভুলেছে ন্যায়পরায়ণতা,
আরো ভুলেছে মানবতা।
মানবতার নামে স্বার্থ হাসিলে ব্যস্ত সকলে,
মুজিব তোমাকে চাই বাংলা।

সোনার বাংলায় আজ নেই সেই চেনা সুর;
চিরচেনা সেই গান; জারি, শারি, ভাটিয়ালী পল্লীগীতি,
নেই বাউলের সুরের কন্ঠে সুমিষ্ঠ গান!
এই বদলে যাওয়া যে মানা যায় না।

মুজিব তোমাকে চাই বাংলা।
স্বপ্নের বাংলায় যে আজ বেড়েছে লাশের মিছিল,
নতুন করে আবার চেনা সেই আত্মচিৎকার,
আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই।

হে বঙ্গপিতা বাংলা যে নতুন রূপে,
নতুন ছন্দে মৃত্যুপুরিতে পরিণত হয়ে উঠেছে।
এ বাংলা যে তোমাকে চাই।

এই যে ঘোর অসময়, প্রচণ্ড যন্ত্রণার, ঘোর অন্ধকার,
এই সময় যে বাংলা মানুষের তোমার বড্ড প্রয়োজন,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমাকে চাই বাংলা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.