তিন বছর বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।
আজ শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে বের হয়ে আসলে ফুল ছিটিয়ে তাঁকে স্বাগত জানান স্বজন ও ভক্তরা।
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা মাওলানা মামুনুল হকের জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামুনুল হকের বিরুদ্ধে ৩৭টি মামলা রয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২ মে) রাতে মাওলানা মামুনুল হকের মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে মুক্তি মেলেনি। তখন কাশিমপুর কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা জানিয়েছিলেন, আজ মামুনুল হককে মুক্তি দেওয়া সম্ভব হবে না। তার জামিনের কাগজপত্র যাচাই-বাছাই চলছে।
জানা গেছে, আজ মুক্তির পর তিনি ওয়েটিং রুমে অপেক্ষা করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। ওই বছরের ১৮ এপ্রিল মোহাম্মদপুরের একটি মাদরাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।