শাহরুখ খানের ‘জাওয়ানও’ পারেনি সানি দেওলের ‘গদর ২’-এর দৌড় থামাতে। মুক্তির ৩৭ দিনে এসেও প্রেক্ষাগৃহে রাজত্ব করছে ছবিটি। এরইমধ্যে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। ছবিটি দেখার পর বন্ধুদের হাতে প্রাণ গেল দর্শকের। ভারতীয় সংবাদয়ামধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ভারতের ছত্তীসগঢ়ের ভিলাইয়ে ঘটেছে এই ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ‘গদর ২’ ছবি দেখে উদ্বুদ্ধ হয়ে বন্ধুদের সামনে বারবার ‘হিন্দুস্তান জ়িন্দাবাদ’ স্লোগান দিচ্ছিলেন বীরু নামের এক যুবক। একাধিকবার সেই স্লোগান শুনে বিরক্ত হন বীরুর বন্ধুরা। এরপর শুরু হয় বেধড়ক মারধর। গুরুতর আহত অবস্থায় বীরুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে রায়পুরের রামকৃষ্ণ কেয়ার হাসপাতালে পাঠানো হয়। তবে শেষরক্ষা হয়নি।
পুলিশ সূত্রে খবর, বন্ধুদের হাতে মার খেয়েই গুরুতর আহত হন বীরু, যার ফলে মৃত্যু হয় তার। এ পর্যন্ত এই ঘটনায় চারজনকে পাকড়াও করেছে পুলিশ। ওই চারজন বীরুর বন্ধু বলে দাবি মৃতের বাবার। অভিযুক্তদের মধ্যে এখনও পলাতক একজন, জানিয়েছে পুলিশ।
‘গদর’ ছবিতে তারা সিংহের চরিত্রে দেখা গিয়েছিল সানিকে। তার বিপরীতে শাকিনা চরিত্রে ছিলেন আমিশা প্যাটেল। দ্বিতীয় কিস্তিতেও আমিশাকে দেখা গেছে সানির বিপরীতে। ছবিটি নির্মাণ করেছেন অনীশ শর্মা। দুই সুপ্তাহে ৩০০ কোটির ব্যবসা করেছিল এ ছবি। এরইমধ্যে ৫০০ কোটি ছাড়িয়ে ছুঁয়েছে ৬০০ কোটির ঘর।