গুলবদিন নাইবের বলে পুল শটটা ঠিকঠাক খেলতে পারেননি। সিঙ্গেলটা নেবেন কি না, সে ব্যাপারে নাজমুলের একটু সংশয় থাকলেও মিরাজের ছিল না। মিড অন থেকে পাওয়া সিঙ্গেলেই দারুণ এক সেঞ্চুরি হয়ে গেল মিরাজের। যেটি তার ক্যারিয়ারের দ্বিতীয়।
মিরাজের প্রথম সেঞ্চুরিটি এসেছিল গত বছরের ডিসেম্বরে। মিরপুরে ভারতের বিপক্ষে ৬৯ রানে ৬ উইকেট হারানোর পর আটে নেমে সেঞ্চুরি করেছিলেন মিরাজ। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেই যেটি অন্যতম সেরা ইনিংস।