মাহমুদা আফরোজ ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫

শেয়ার

পল্লী নিউজ ডেস্ক:

কমলনগর পেস ক্লাব সহ-সভাপতি ও লক্ষীপুর থেকে প্রকাশিত দৈনিক আলচিশত পত্রিকার কমলনগর প্রতিনিধি মোহাম্মদ মাকছুদুর রহমানের মেয়ে মাহমুদা আফরোজ চলতি ২০১৬ ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অধিন মুন্সীরহাট আলিম মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে।
সে মুন্সীরহাট বাজারের ডাক্তার আবুল খায়েরের নাতনী ও পল্লী চিকিৎসক নাজমুন্নাহারের মেয়ে। আফরোজার অর্জিত এই সাফল্যপূর্ণ ফলা ফলের জন্য পরম করুনাময় অাল্লাহ তাঅালা”র নিকট শোকরানা কামনা করেন এবং ভবিষ্যতে তার অারো ভালো ফলা ফলের জন্য সকলের প্রতি দোয়া প্রার্থনা কামনা করেন তার বাবা সাংবাদিক মাকছুদুর রহমান।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.